‘যারা ভাঙচুর-লুটপাট-দখলবাজি করছেন তাদের বিচার হবে’

বিএনপির মিছিল

‘যারা ভাঙচুর-লুটপাট-দখলবাজি করছেন তাদের বিচার হবে’

অনলাইন ডেস্ক

ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক বলেছেন, ব্যক্তিগত আক্রোশ মেটাতে যারা হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলবাজি শুরু করেছেন তাদের বিচারের আওতায় আনা হবে। বিএনপি কখনোই তাদের দায় নেবে না। শুক্রবার (৯ আগস্ট) বিকেলে ঢাকার দোহারের লটাখোলা করমআলী মোড়ে বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ১৬ বছর পর উচ্ছ্বাস-উদ্দীপনা নিয়ে শত শত নেতাকর্মী ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে মিছিল সহকারে সমাবেশে যোগ দেন।

সমাবেশে আবু আশফাক বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার বিজয় উল্লাস করতে গিয়ে কেউ ব্যক্তিগত আক্রোশে আপনার প্রতিবেশীর বাড়িতে হামলা করবেন না।  

খালেদা জিয়া ও তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে কোনো সংখ্যালঘু ভাইদের বাড়িতে বা উপসনালয়ে হামলা করা যাবে না। তারা এ ব্যাপারে জিরো টলারেন্স।

সংখ্যালঘুদের ওপর হামলা করলে বিএনপি সহ্য করবে না। যারা এ ধরনের অন্যায় করবেন তাদের ধরে আইনের কাছে সোপর্দ করতে হবে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক