নতুন সরকারে সুপ্রদীপ চাকমাকে রাখার প্রতিবাদ

সংগৃহীত ছবি

নতুন সরকারে সুপ্রদীপ চাকমাকে রাখার প্রতিবাদ

অনলাইন ডেস্ক

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারে ডাক পাওয়া সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমাকে রাখার প্রতিবাদ জানিয়েছে আদিবাসী সমাজের নাগরিকরা।

একইসঙ্গে তাকে আওয়ামী লীগ সরকারের 'দালাল' আখ্যা দিয়ে নতুন সরকারের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে তারা। বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠক চলাকালীন হঠাৎ করেই 'ক্ষুব্ধ আদিবাসী সমাজ' ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে তারা দাড়িয়ে যায়।

এসময় তারা ড. ইউনূসের সঙ্গে দেখা করে নিজেদের দাবি জানানোর কথা জানায়।

পরে তাদের সঙ্গে দেখা করেন উপদেষ্টা হিসেবে শপথ নেয়া দুই শিক্ষার্থী নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। তাদের আপত্তির প্রেক্ষিতে সব পক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দেন তারা।

এ সময় পাহাড়ি ছাত্র পরিষদের সহসভাপতি রেং ইয়ং ম্রো বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সঙ্গে কোনো রকম আলোচনা না করেই তাদের প্রতিনিধি ঠিক করা এক ধরনের মশকরা। আমরা এতদিন বৈষম্যবিরোধী আন্দোলন করে দেশকে নতুন করে স্বাধীন করেছি কিন্তু নতুন সরকার এসেই আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে।

আমরা চাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যেসব সংগঠন ও স্টেকহোল্ডার আছেন, তাদের সঙ্গে আলোচনা করেই প্রতিনিধি নির্বাচন করা হোক।

news24bd.tv/DHL