নগরবাসীর সহযোগিতা চাইলেন নতুন ডিএমপি কমিশনার

সংগৃহীত ছবি

নগরবাসীর সহযোগিতা চাইলেন নতুন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় ডিএমপির সকল সদস্য এবং নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন নতুন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।

বুধবার (৭ আগস্ট) দুপুরে দায়িত্ব গ্রহণের পরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। এদিন সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়।

মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করা হলে নতুন আইজিপি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।

news24bd.tv/FA