একসঙ্গে প্রথম সমাবেশে হ্যারিস-ওয়ালজ

সংগৃহীত ছবি

একসঙ্গে প্রথম সমাবেশে হ্যারিস-ওয়ালজ

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো ডেমোক্রেটিক দলের একটি সমাবেশে কমলা হ্যারিসের রানিং মেট হিসেবে উপস্থিত হয়েছিলেন টিম ওয়ালজ।

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে ফিলাডেলফিয়ার এক সমাবেশে ডেমোক্রেটিক মনোনীত ভাইস প্রেসিডেন্ট এই পদপ্রার্থী হ্যারিসের সঙ্গে উপস্থিত হন। এসময় তিনি, নভেম্ভরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের নরকের মতো অদ্ভুত বলে অভিহিত করেন।

ওই সমাবেশে ওয়ালজ বলেছেন, ‘ট্রাম্প বিশ্বকে অন্যভাবে দেখে।

সে সেবা সম্পর্কে জানে না কারণ সে নিজেকে সেবা করতে ব্যস্ত থাকে। ‘
এসময় তিনি খুব শীঘ্রই ট্রাম্পের সঙ্গে বিতর্কে অংশ নিতে চান বলে জানান।

৬০ বছর বয়সী ওয়ালজ খুব সহজেই গ্রামীণ এবং শ্রমজীবি শ্রেণির ভোটারদের জয় করতে পারবেন বলে সংবাদ সংস্থা বিবিসি প্রতিবেদনে উল্লেখ করেছে।  

হ্যারিস তার রানিং মেটকে মধ্যবিত্তদের জন্য একজন যোদ্ধা ও দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করেছেন।

 

অন্যদিকে ট্রাম্প প্রশাসন মিনেসোটার বর্তমান গভর্নর ওয়ালজকে বিপদজ্জনকভাবে উদারপন্থী হিসেবে আখ্যায়িত করেছে।  

গর্ভনর হিসেবে কাজ শুরুর আগে ওয়ালজ ১২ বছর মার্কিন কংগ্রেসে একটি স্টেটের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। ২০০৬ সালে প্রথম ডেমোক্রেট হিসেবে ওই অঞ্চলে জয়লাভ করেন।

নেব্রাস্কার বাসিন্দা ওয়ালজের বাবা ছিলেন একজন স্কুলের কর্মকর্তা এবং মা ছিলেন গৃহিনী। তার স্ত্রী গুয়েন হইপল মিনেসোটার একটি স্কুলে শিক্ষকতা করেন।

news24bd.tv/এসএম