কোনো রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের ফায়দা নেয়ার চেষ্টা করলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। আজ মঙ্গলবার নিউজ টোয়েন্টিফোরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এসময় সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম।
বৈষম্যবিরোধী ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন রুপ নেয় এক দফা আন্দোলনে।
একান্ত সাক্ষাৎকারে সারজিস আলমকে প্রশ্ন করা হয় ডিবি হেফাজতে ৬ সমন্বয়কদের নিয়ে যাওয়ার বিষয়ে। উত্তরে সারজিস বলেন, তারা স্বেচ্ছায় যে যায়নি তা দেশবাসী বুঝছে।
তিনি বলেন, যারা আন্দোলনে স্ক্রিপ্ট ছাড়া বক্তব্য দেয় তাদের ছোট্ট একটা বক্তব্য দিতে কেন স্ক্রিপ্ট লাগবে। কিভাবে ডিবি এতো সস্তা স্ক্রিপ্ট দেয় তা দেখে ডিবির প্রতি শ্রদ্ধা কমে গিয়েছে।
তাদের এবং তাদের পরিবারকে একবেলা খাইয়ে ভিডিও যে জোর করে করা হয়েছে সে বিষয়েও বলেন তিনি।
news24bd.tv/TR