৯ শিশুর মৃত্যুর ঘটনায় করা রিট শুনতে হাইকোর্টের অপারগতা

হাইকোর্ট ভবন।

৯ শিশুর মৃত্যুর ঘটনায় করা রিট শুনতে হাইকোর্টের অপারগতা

অনলাইন ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ৯ শিশুর মৃত্যুর ঘটনায় করা রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।

রোববার (৪ আগস্ট) সকালে রিটটি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চে উপস্থাপন করা হয়।

এসময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘রাজনৈতিক ইস্যু রাজপথে সেটেল হওয়া উচিৎ। ’

এরপর আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শুরু হয়।

এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘রিট করার নেপথ্যে অসৎ উদ্দেশ্য রয়েছে। কেননা তারা দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চায়। পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হলেও রিটকারীরা কোনো নিন্দা জানায়নি। ’

news24bd.tv/DHL