জামায়াতের অফিসে তল্লাশি, ১২ ককটেল ও জিহাদি বই উদ্ধার

জামায়াতের অফিসে তল্লাশি, ১২ ককটেল ও জিহাদি বই উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

বাংলাদেশে সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়েতে ইসলামী বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার অফিসে পুলিশ তল্লাশি চালিয়ে ১২টি ককটেল ও বিপুল পরিমাণে জিহাদি বই উদ্ধার করেছে।

গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর সাড়ে তিনটার দিকে শহরের মুজিব সড়কে জামায়াতের অফিসে অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করা হয়।

জামায়াত অফিসে অভিযান পরিচালন শেষে পুলিশ সুপার মো. মোর্শেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামায়াত অফিসে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন কক্ষ হতে ১২টি ককটেল, বিপুল পরিমাণে জিহাদি বই, বিভিন্ন সদস্যদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ, ব্যাংকের জমা বইসহ বিভিন্ন ধরনের সামগ্রী উদ্ধার করা হয়।

তবে এসময় জামায়াতের কোনো সদস্যকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

news24bd.tv/SHS 

এই রকম আরও টপিক