এবি পার্টির মঞ্জু ৫ দিনের রিমান্ডে

এবি পার্টির মঞ্জু ৫ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন।

কোটা আন্দোলনের সময় নাশকতার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় মঞ্জুকে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির পুলিশ পরিদর্শক এসএম রাইসুল ইসলাম।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে, জামিনের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানীর ধানমন্ডি থানায় উপ-পরিদর্শক মো. কামরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় তিন থেকে চারশো দুষ্কৃতকারীকে আসামি করা হয়।

পরে ২৯ জুলাই রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএসের এক আত্মীয়ের বাসা থেকে মঞ্জুকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করে এবি পার্টি। এ মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মঞ্জুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে সিটিটিসি।

news24bd.tv/জেপি/তৌহিদ

এই রকম আরও টপিক