৪ শিশুর মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

ফাইল ছবি

৪ শিশুর মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

অনলাইন ডেস্ক

কোটা আন্দোলনের সময় বাসার ছাদে গুলিতে নিহত শিশু রিয়া গোপসহ চার শিশুর মৃত্যুর বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।  

আজ বুধবার (৩১ জুলাই) সিনিয়র আইনজীবী তৈমুর আলম খন্দকার সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন।

রিটে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন সংযুক্ত করে উল্লেখ করা হয়, আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই নারায়ণগঞ্জে ৬ বছরের রিয়া গোপ, রায়েরবাগে ৪ বছরের আবুল আহাদ, মিরপুরে ১১ বছরের সাফফাত সামির এবং উত্তরায় ১৫ বছরের নাইমা সুলতানা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এই শিশুরা প্রত্যেকে নিজ নিজ বাসায় থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

এসব মৃত্যুর রহস্য অনুসন্ধানে তিন সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন এবং প্রত্যেক শিশুর পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার আবেদন করা হয়।

আগামীকাল বৃহস্পতিবার (১ আগস্ট) এই রিটের শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

news24bd.tv/SHS