ফরিদপুরে ১০ বছরের এক শিশু শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতনের দায়ে একটি মসজিদের ইমামকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে ২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জাহিদ হাসান শাহীন (৩৮)। তিনি বোয়ালমারী উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা।
আদালত ধর্ষণের অভিযোগে জাহিদ হাসানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয়মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
পাশাপাশি আদালত অপহরণের অভিযোগ তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।
রায় প্রদানের সময় ওই আসামি আসামি আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাকে পুলিশ প্রহরায় জেলা করাগারে নিয়ে যাওয়া হয়।
news24bd.tv/কেআই