দিল্লিতে ট্যাপ ছাড়লেই বেরিয়ে আসছে নীল ফেনাযুক্ত পানি

দিল্লিতে ট্যাপ ছাড়লেই বেরিয়ে আসছে নীল ফেনাযুক্ত পানি

অনলাইন ডেস্ক

ট্যাপের পানি পান করা তো দূরের কথা, গোসল করাও যাচ্ছেনা। ট্যাপ ছাড়লেই বেরিয়ে আসছে নীল ফেনাযুক্ত পানি। গত এক সপ্তাহ থেকে এমন দৃশ্যই দেখছে দিল্লির পীরাগড়ি গ্রামের বাসিন্দারা। ফলে বোতলজাত পানি ব্যবহার করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

গ্রামবাসীদের অধিকাংশের দাবি, “দিল্লি জল বোর্ড”-এর তরফ থেকে গ্রামে গ্রামে যে জল সরবরাহ করা হয়, সেটা ক্রমেই বিষাক্ত হয়ে উঠেছে।

তবে গ্রামপ্রধান বিনোদ শওকিন জানান, তাদের গ্রামের চারদিকে প্রচুর কারখানা রয়েছে। বিশেষ করে ডেনিম জিনস তৈরির কারখানার সংখ্যা সবথেকে বেশি। ট্যাপের পানি থেকে যে নীল ফেনাযুক্ত পানি বের হচ্ছে, তা আসলে ওইসব কারখানা থেকে নির্গত অপ্রক্রিয়াজাত বর্জ্য।

এই সমস্যার সমাধানে গ্রামবাসী দিল্লি প্রশাসনের সাহায্য চেয়েছে। (সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট)

news24bd.tv/জেপি বর্মা/SC