অলিম্পিক পারফরম্যান্সের সমালোচনার জবাব দিলেন লেডি গাগা

লেডি গাগা

অলিম্পিক পারফরম্যান্সের সমালোচনার জবাব দিলেন লেডি গাগা

অনলাইন ডেস্ক

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়ে বিপাকে পড়েছেন লেডি গাগা। যান্ত্রিক ত্রুটির কারণে তার গান ঠিকমতো শোনা না যাওয়ায় তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।  অবশ্য সমালোচনা গায়ে মেখে নিজের মনকে খারাপ করেননি এই গায়িকা।

ফ্রান্সের অলিম্পিকের প্রশংসা করে অন্যভাবে সমালোচনার জবাব দিয়েছেন টুইটারে।

 অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রেঞ্চ গান গেয়েছেন গাগা। টুইটারে অলিম্পিক কমিটিকে ধন্যবাদও জানান তাকে সুযোগ দেওয়ার জন্য।

গাগা আরও উল্লেখ করেন, ১৯৬১ সালে গানটি গেয়েছিলেন একজন ফ্রেঞ্চ ব্যালেরিনা জিজি জিনমেয়ার।

গায়িকা তার পোস্টে লিখেছেন, ‘তিনি এমন একটি পারফরম্যান্স করতে চেয়েছিলেন যা ফরাসিদের মনকে আন্দোলিত করবে এবং একইসাথে ফরাসি শিল্প ও সঙ্গীতকে উদযাপন করবে।

ফ্রান্সের মানুষ, গানের সাথে সম্পর্ক অনুভব করেন উল্লেখ করে গাগা জানান, 'যদিও আমি ফ্রেঞ্চ শিল্পী নই তবুও আমি ফ্রেঞ্চ মানুষ, ফ্রেঞ্চ গানের সাথে বিশেষ সংযোগ অনুভব করি। '

এসময় তাকে ফ্রান্সে স্বাগত জানানোর জন্য তিনি ফ্রান্সের মানুষকে ধন্যবাদ জানান। পাশাপাশি অলিম্পিকে অংশগ্রহণ করা সব ক্রীড়াবিদদের অভিনন্দন জানান। গাগা আরও উল্লেখ করেন, 'আপনাদের (ক্রীড়াবিদদের) প্রতিভা অতুলনীয়। ' (সূত্র: হিন্দুস্থান টাইমস) 

news24bd.tv/এসএম/SC