ইউরোর ফাইনাল: গোলশূন্য প্রথমার্ধ

ইউরোর ফাইনাল: গোলশূন্য প্রথমার্ধ

অনলাইন ডেস্ক

ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। সমতায় থেকেই বিরতিতে গেছে স্পেন ও ইংল্যান্ড।

জার্মানির বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে ইউরোর ফাইনালে যেমন ম্যাচ প্রত্যাশিত ছিল, প্রথমার্ধে তার পূরণ হয়নি ছিটেফোঁটাও। বরাবরের মতো বল দখলে রেখে পাসিং ফুটবল খেলে গেছে স্পেন।

অপরদিকে, বাস পার্কিং করে স্প্যানিশ ফুটবলারদের রুখে দেওয়াই যেন ছিল ইংলিশদের কাজ। প্রথমার্ধে দুটি দলই গোলমুখে নিয়েছে মাত্র একটি করে শট।

এ ম্যাচে স্পেন দলে ফিরেছেন তাদের অভিজ্ঞ রাইটব্যাক দানি কারভাহাল। এছাড়া পেদ্রি চোটে পড়ায় তার জায়গায় শুরুর একাদশে রাখা হয়েছে দানি অলমোকে।

লুইস দে লা ফুয়েন্তের ৪-২-৩-১ ছকে শুরু থেকে খেলান দলকে।

এদিকে, এবারের ইউরোয় প্রথমবার ইংল্যান্ডের হয়ে শুরুর একাদশ মাতাতে দেখা গেছে লেফটব্যাক লুক শকে। এছাড়া নিয়মিত ফুটবলারদের নিয়েই একাদশ সাজিয়েছেন কোচ গ্যারেথ সাউথগেট।

স্পেন একাদশ: উনাই সিমন (গোলরক্ষক), দানি কার্ভাহাল, রবিন লে নরমান্দ, আইমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া, রদ্রিগো, ফাবিয়ান রুইজ, লামিন ইয়ামাল, দানি অলমো, নিকো উইলিয়ামস, আলভারো মোরাতা।

ইংল্যান্ড ইংল্যান্ড: জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), কাইল ওয়াকার, মার্ক গুইয়ে, জন স্টোনস, লুক শ, বুকায়ো সাকা, ডেকলান রাইস, কোবি মাইনু, জুড বেলিংহাম, ফিল ফোডেন, হ্যারি কেইন।  

news24bd.tv/SHS   

এই রকম আরও টপিক