শাহবাগ অবরোধ

শাহবাগ অবরোধ

শাহবাগ অবরোধ

অনলাইন ডেস্ক

ব্লকেড কর্মসূচি না থাকলেও আবারও শাহবাগ অবরোধ করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার (১২ জুলাই) দুপুরে পূর্বনির্ধারিত মিছিল শেষে শাহবাগে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় রাস্তা অবরোধ করে নানান স্লোগান দেন আন্দোলনকারীরা।  

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু হয়।

বিভিন্ন হল প্রদক্ষিণ করে টিএসসি হয়ে শাহবাগে আসেন শিক্ষার্থীরা।  
আন্দোলনকারীরা বলেন, নির্বাহী বিভাগ থেকে সর্বোচ্চ ৫ শতাংশ কোটা রেখে সংশোধন না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। এর আগে বুধবার সকাল-সন্ধ্যা এবং বৃহস্পতিবার বিকেল থেকে ব্লকেড কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে শাহবাগে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা কোনো ফাঁদে পা দিতে চাই না।

আমরা কোটা সমস্যার চূড়ান্ত সমাধান চাই। আমাদের এক দফা দাবি নির্বাহী বিভাগের কাছে। ’

তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দেশের বিভিন্ন স্থানে পুলিশ হামলা চালিয়েছে। কোটা সংস্কারের দাবির পাশাপাশি এই হামলার প্রতিবাদে শুক্রবার সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে আজও আন্দোলনে নেমেছেন তারা।  
news24bd.tv/আইএএম