দক্ষিণ আফ্রিকা বধে যে একাদশ সাজাতে পারে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা বধে যে একাদশ সাজাতে পারে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

বাজে সময়ের মধ্যে দিয়েই যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর বিশ্বকাপের আগে ওয়ার্ম-আপ ম্যাচেও পাত্তা পায়নি নাজমুল হোসেন শান্তর দল। তবে জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছে টাইগাররা, হারিয়েছে শ্রীলঙ্কাকে।  

শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের জয়ের পর বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল।

সেই আত্মবিশ্বাস নিয়েই আজ সোমবার (১০ জুন) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে নামছে টাইগাররা। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।  

জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ ম্যাচে ‘উইনিং কম্বিনেশন’ ভাঙার পক্ষে নয় টিম ম্যানেজমেন্ট। তবে প্রতিপক্ষ বিবেচনায় আবার শেষ মুহূর্তে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।

 

প্রোটিয়া দলে বাঁহাতি আধিক্য থাকায় অফ-স্পিনার শেখ মেহেদী ঢুকে যেতে পারেন একাদশে। এছাড়া চোট কাটিয়ে নেট প্র্যাকটিসে ফিরেছেন শরীফুল ইসলাম। তিনিও ফিরতে পারেন দলে। তবে তার জায়গায় প্রথম ম্যাচে দারুণ বোলিং করেন তানজিম হাসান সাকিব। এক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট ভরসা রাখতে পারেন এই তরুণ তুর্কির ওপর। এছাড়া দলে আর পরিবর্তনের সুযোগ নেই।  

দক্ষিণ আফ্রিকাও উইনিং কম্বিনেশন না ভেঙেই নামতে পারে বাংলাদেশের বিপক্ষে। দলটির নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতেছে। অবশ্য দুই ম্যাচেই ভুগেছেন দলটির ব্যাটাররা।  

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেনড্রিকস, আইডেন মারক্রাম (অধিনায়ক), ত্রিস্টান স্টাবস, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া, ওটনেইল বার্টমান।

news24bd.tv/SHS