ইংলিশদের ২০২ রানের অজি চ্যালেঞ্জ  

ইংলিশদের ২০২ রানের অজি চ্যালেঞ্জ  

অনলাইন ডেস্ক

ম্যাচের শুরু থেকেই মারকুটে ব্যাটিং করতে থাকেন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। শনিবার (৮ জুন) বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভাল স্টেডিয়ামে টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড।

ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে'র ৫ ওভারেই ৭০ রান তোলেন ওয়ার্নার ও হেড।

জুটি ভাঙেন মঈন আলী।

১৬ বলে ৩৯ রান করা ওয়ার্নারকে সাজঘরে ফেরান তিনি। এর পরের ওভারেই ১৮ বলে ৩৪ রান করা ট্রাভিস হেডকে সাজঘরে ফেরান জোফ্রা আর্চার।

পরপর দুটি উইকেট হারিয়েও অজিদের ব্যাটিং ঠিকই সামলে নেন বাকিরা।

মিচেল মার্শ ২৫ বলে ৩৫, গ্লেন ম্যাক্সওয়েল ২৫ বলে ২৮, মার্কাস স্টইনিস ১৭ বলে ৩০ রান করেন।

শেষদিকে ম্যাথিউ ওয়েডের ১০ বলে ১৭ এবং টিম ডেভিডের ৮ বলে ১১ রানের সুবাদে ২০০ রান পার করে অজিরা।

এটি এইবারের টি২০ বিশ্বকাপ আসরের যেকোনো দলের প্রথম দ্বিশতক।

ইংলিশদের হয়ে ক্রিস জর্ডান দুটি উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন মঈন আলী, জোফ্রা আর্চার, আদিল রশিদ এবং লিয়াম লিভিংস্টোন।

news24bd.tv/SC