কোটা বাতিল চেয়ে সরকারকে রোববার পর্যন্ত আল্টিমেটাম

কোটা বাতিল চেয়ে সরকারকে রোববার পর্যন্ত আল্টিমেটাম

অনলাইন ডেস্ক

কোটা বাতিল চেয়ে সরকারকে রোববার পর্যন্ত আল্টিমেটাম দিয়ে এবং চাকরিতে আবেদনের বয়স সীমা ৩৫ এর দ্রুত প্রজ্ঞাপন চেয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তারা শনিবারের শিক্ষার্থী সমাবেশ সফল করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।

বৃহস্পতিবার (৬ জুন) কোটা ব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্রসমাজের ব্যানারে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনটি আয়োজন করেন তারা।

এ সময় শিক্ষার্থীদের হাতে ‘বৈষম্যমূলক কোটা প্রত্যাহার চাই’; ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি প্লেকার্ড দেখা যায়।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালের ৪ অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ রায়ের ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বহাল থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

news24bd.tv/কেআই