মরক্কোতে মিথানল বিষক্রিয়ায় নিহত ৮

সংগৃহীত ছবি

মরক্কোতে মিথানল বিষক্রিয়ায় নিহত ৮

অনলাইন ডেস্ক

মরক্কোতে মিথানল বিষক্রিয়ার ঘটনায় আটজন নিহত হয়েছেন। রাজধানী শহর রাবাতের উত্তরে সিদি আল্লাল তাজি এলাকায় মিথানলে ভেজাল বুটলেগ অ্যালকোহল পান করে তাদের মৃত্যু হয়েছে বলে বুধবার (৫ জুন) জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মিথানল বিষপানের কারণে আরো ৮১ জন হাসপাতালে চিকিৎসাধীন। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার এই নিহতদের সংখ্যা তালিকাভুক্ত করা হয়েছে।

তারা আরো জানিয়েছে, এ ঘটনার তদন্ত করছে কর্তৃপক্ষ।

মিথানল বা মিথাইল অ্যালকোহল হচ্ছে স্পিরিটের সবচেয়ে অশোধিত পর্যায়। এটি হালকা, বর্ণহীন ও উগ্র গন্ধযুক্ত হয়। কাঠের বা প্লাস্টিকের কাজ, বার্নিশ বা রং করা অথবা ছাপাখানার কাজে মিথানল ব্যবহার করা হয়ে থাকে।

মিথানল বিষক্রিয়ার সম্ভাব্য উপসর্গ:

মানুষের শরীরে মিথানল প্রবেশ করার পর বেশ কয়েক ঘণ্টা সময় লাগতে পারে উপসর্গ প্রকাশ হতে। শরীরে মিথানল প্রবেশ করার একটা নির্দিষ্ট সময় পর কিছু লক্ষণ বা উপসর্গ দেখা দিতে পারে।

মিথানল বিষক্রিয়া শুরু হলে মাথা ব্যথা, বমি হওয়া বা বমি ভাব হওয়া, বুকে জ্বালাপোড়া থেকে শুরু করে খিঁচুনিও হতে পারে।

সূত্র: রয়টার্স ও বিবিসি

news24bd.tv/DHL