জিম্মি থাকার করুণ অভিজ্ঞতা বর্ণনা করলেন লিবিয়াফেরত যুবক

সংগৃহীত ছবি

জিম্মি থাকার করুণ অভিজ্ঞতা বর্ণনা করলেন লিবিয়াফেরত যুবক

নিজস্ব প্রতিবেদক

লিবিয়ায় প্রায় ২২ দিন জিম্মি থাকার পর পিবিআইয়ের সহযোগিতায় দেশে ফিরে নির্যাতনের করুণ গল্প জানিয়েছেন নরসিংদির রোমেল নামের এক যুবক। মঙ্গলবার (৪ জুন) সকালে ধানমন্ডির পিবিআইয়ের হেডকোয়ার্টারে নির্যাতনের কাহিনী বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

রোমেল জানান, তার মতো আরও ১১ বাংলাদেশী এখনো জিম্মি রয়েছে সেখানে।

এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পিবিআইয়ের নরসিংদী পুলিশ সুপার এনায়েত হোসেন জানান, চক্রটির সব সদস্যই বাংলাদেশি।

এরইমধ্যে চক্রের মূল হোতা সোহেল সহ তিনজনকে গ্রেপ্তার করেছে তারা। মূলত ভালো চাকরি দেওয়ার লোভ দেখিয়ে বাংলাদেশ থেকে জনবল নিতো এই চক্র। পরে জিম্মি করে আদায় করা হতো মুক্তিপণ।

চক্রের বাকি সদস্যদের বিষয়ে খোজখবর নেওয়া হচ্ছে জানিয়ে দ্রুতই তাদের আইনের আনা হবে বলে জানান পুলিশ সুপার।

জিম্মিদের উদ্ধারে চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক