পোটনের সার আত্মসাৎ : বিএডিসি'র ৫ জনকে দুদকে জিজ্ঞাসা

সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন

পোটনের সার আত্মসাৎ : বিএডিসি'র ৫ জনকে দুদকে জিজ্ঞাসা

নিজস্ব প্রতিবেদক

নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনের সার আত্মসাৎ মামলায় বিএডিসির সাবেক চেয়ারম্যান এস এম হায়াতুল ইসলাম ও অমিতাভ সরকারসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ করছে দুদক।

সোমবার (৩ জুন) দুদকের উপ-পরিচালক মো. রফিকুজ্জামানের নেতৃত্বে একটি টিম বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) এ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করছে।

গত বছরের ২৬ শে নভেম্বর প্রায় ৫৮২ কোটি টাকার সরকারি সার আত্মসাতের অভিযোগে পোটনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

এতে বলা হয়, ৫০ দিনের মধ্যে সরকারি সার গুদামে পৌঁছে দেওয়ার কথা ছিল পোটন ট্রেডার্সের।

কিন্তু না পৌঁছে দিয়ে তার প্রতিষ্ঠান সার লোপাট করে। এর আগে ২০২১ সালের ১ নভেম্বর থেকে ২০২২ সালের ৩০ জুলাইয়ের মধ্যে আত্মসাতের এ ঘটনা ঘটে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক