বিমানবালার পায়ুপথে পাওয়া গেল ১ কেজি স্বর্ণ

বিমানবালার পায়ুপথে পাওয়া গেল ১ কেজি স্বর্ণ

অনলাইন ডেস্ক

পায়ুপথে করে ৯৬০ গ্রাম স্বর্ণ পাচারকালে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের (ডিআরআই) হাতে ধরা পড়েছেন ভারতের ২৬ বছর বয়সী বিমানবালা। সুরভী খাতুন নামে ওই বিমানবালা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এয়ারলাইন্সের কর্মী। খবর এনডিটিভির

রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের (ডিআরআই) বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, শুক্রবার (৩১ মে) ভোরে মাস্কাট থেকে আসা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান থেকে সুরভী খাতুন নামে ২৬ বছর বয়সী এক ভারতীয় বিমানবালাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ভারতের কলকাতার বাসিন্দা।

এর আগে, ডিআরআই ভারতীয় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দুইজন কেবিন ক্রু সদস্যকে সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার সন্দেহে বাকি ত্রুদের তল্লাশি চালানো হয়।
 
এ সময় বিমানবালা সুরভী খাতুনকে একই বিমান থেকে প্রমাণসহ গ্রেপ্তার করে ডিআরআই। এছাড়াও সুরভী খাতুনের সিনিয়র সহকর্মীকে এ চোরাচালানের মূল পরিকল্পনাকারী সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।

সোনা চোরাচালানের আর কেউ জড়িত আছে কিনা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

তবে এয়ারলাইন্সের আরও কয়েকেজন কেবিন ক্রুকে এর সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক