এক পাঙ্গাস মাছের দাম ২২ হাজার টাকা!

এক পাঙ্গাস মাছের দাম ২২ হাজার টাকা!

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলে মো: আসলাম শেখের জালে ধরা পড়ছে ১৭ কেজি ওজনের পাঙ্গাস মাছ। এসময় তার জালে আরও চারটি পাঙ্গাস মাছ ধরা পড়ে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ২টায় ৫ নং ফেরি ঘাটের অদূরে মাছগুলো ধরা পড়ে। পরে উন্মুক্ত নিলামে ১৭ কেজির মাছটি স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১৩০০ টাকা কেজি দরে কিনে নেন।

জেলে মো: আসলাম শেখ বলেন, ঝড়ের পর আজ প্রথম পদ্মায় জাল ফেলেছি। ৫ নং ফেরি ঘাটের অদূরে এক সাথে ২টি বড় ও ৩টি ছোট পাঙ্গাস মাছ জালে ধরা পড়ে।

আড়তদারের মাধ্যমে মাছ ৫টি বিক্রি করেছি। বড় ২টি মাছের ওজন সাড়ে ৩২ কেজি।

মাছ দুইটি ১৩০০ টাকা কেজি দরে মোট ৪২ হাজার ২৫০ টাকা বিক্রি করেছি। বাকি ৩টি মাছের ওজন ১৭ কেজি হয়। এগুলো ৯০০ টাকা কেজি দরে মোট ১৫ হাজার ৩০০ টাকা বিক্রি করেছি।

দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ১৭ কেজির পাঙ্গাস মাছ ২২ হাজার ১০০ টাকায় উন্মুক্ত নিলামে জেলে মো: আসলাম শেখের কাছ থেকে কিনেছি। মাছটি ৫ নং ফেরি ঘাটের পল্টনে পদ্মা নদীতে বেঁধে রাখা আছে। সামান্য কিছু লাভে বিক্রি করে দিবো।

news24bd.tv/SC