বর্ষা মৌসুমে বাংলাদেশ হয়ে পণ্য যাবে ত্রিপুরায়

পণ্য পরিবহনের অপেক্ষায় থাকা ভারতীয় ট্রাক।

বর্ষা মৌসুমে বাংলাদেশ হয়ে পণ্য যাবে ত্রিপুরায়

অনলাইন ডেস্ক

বাংলাদেশের ভেতর দিয়ে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য নেয়ার কথা ভাবছে ত্রিপুরা সরকার। বর্ষা মৌসুমে রাজ্যটির স্বাভাবিক গতিপথ ঝুঁকিতে থাকায় এমন সিদ্ধান্ত নিচ্ছে তারা।

ত্রিপুরার খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, বর্ষা মৌসুমে দক্ষিণ আসাম ও মেঘালয় রাজ্যের রাস্তাঘাট ও রেলপথ পানিতে ডুবে যায়। গত ২৬ এপ্রিল থেকে আসামে পাহাড় ধ্বসের কারণে ত্রিপুরায় পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে।

তাই আমরা বিকল্প উপায়ের চিন্তা করছি।

জরুরি ভিত্তিতে বাংলাদেশের বেনাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহনের ব্যবস্থা করার কথা জানিয়ে সুশান্ত আরও বলেন, আগরতলা-গঙ্গাসাগর রুট খুলে দেয়া হয়েছে। এখান দিয়ে আমরা বাংলাদেশ থেকে সরাসরি পণ্য পরিবহন করতে পারবো।

ত্রিপুরার সিপাইজালা জেলার সেকেরকোটে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন একটি বড় তেলের আড়ত নির্মাণ করছে।

এটির কাজ শেষ হলে জরুরি অবস্থায় রাজ্যের তেল সরবরাহ নিয়ে আর কোনো সমস্যা হবে না।

এসময় আসন্ন বর্ষাকে কেন্দ্র করে ত্রিপুরা সরকার যথেষ্ট পরিমাণে তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মজুত করেছে বলে জানান সুশান্ত।

news24bd.tv/ab