ভারত থেকে পেঁয়াজ আসছে সোমবার

পুনরায় পেঁয়াজ রপ্তানি করার ঘোষণা দিয়েছে ভারত।

ভারত থেকে পেঁয়াজ আসছে সোমবার

অনলাইন ডেস্ক

গত পাঁচ মাস ধরে পেঁয়াজ রপ্তানিতে প্রয়োগকৃত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। পুনরায় পেঁয়াজ রপ্তানি করার ঘোষণা দিয়েছে দেশটি। আর তাই দেশের অন্যান্য স্থলবন্দরের মতো প্রস্তুতি নিতে শুরু করেছে হিলি বন্দরও। এই পয়েন্ট দিয়ে দেশে ভারতের পেঁয়াজ আসা শুরু হবে সোমবার থেকেই।

সর্বনিম্ন রপ্তানি মূল্য (এমইপি) ৫৫০ মার্কিন ডলারে ভারত থেকে পেঁয়াজ আনতে সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছেন হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, শনিবার ব্যাংক বন্ধ থাকায় এলসি খুলতে পারেননি ব্যবসায়ীরা। তাই রোববার এলসি খোলা হলে পরদিন সোমবার থেকে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে। আমদানি শুরু হলে ৪০ থেকে ৪৫ টাকায় নেমে আসবে পেঁয়াজের দাম।

এদিকে, পেঁয়াজ আসার খবর পাওয়া মাত্রই হিলি বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা। সকালে ৭০ টাকা কেজি দামে বিক্রি হওয়া পেঁয়াজ সন্ধ্যায় বিক্রি হয়েছে ৬০ টাকায়।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক