আরাকান আর্মি যে ১২ জেলেকে ফেরত দিলো

আরাকান আর্মির হাতে আটক ১২ জেলেকে ফেরত পাঠিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠনটি।

আরাকান আর্মি যে ১২ জেলেকে ফেরত দিলো

নাহিদ হোসেন

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে আটক ১২ জেলেকে ফেরত পাঠিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। সেই ছবি পেয়েছে নিউজ টোয়েন্টিফোর।

বুধবার (২ মে) দুপুরে কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের নাফ নদীতে মাছ ধরতে গেলে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। পরে বাংলাদেশি পরিচয় নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার (৩ মে) তাদের বাংলাদেশ মিয়ানমার মৈত্রী ব্রিজে ফেরত পাঠানো হলে, যার যার বাড়ি ফিরে যান।

আরাকান আর্মি।

সূত্র জানায়, বিচ্ছিন্নতাবাদী কোনো সংগঠনের সন্ত্রাসী সন্দেহে তাঁদের অপহরণ করা হয়েছিল। তবে আটকে রাখার পর তাঁদের ওপর কোনো ধরনের নির্যাতন করা হয়নি জানায় সূত্রটি।

news24bd.tv/DHL

এই রকম আরও টপিক