গ্রেপ্তার অভিনেতা সাহিল খান 

গ্রেপ্তার অভিনেতা সাহিল খান 

অনলাইন ডেস্ক

গত বছর মহাদেব বেটিং অ্যাপকাণ্ডে নাম জাড়িয়েছিল বহু বলিউড তারকার। এবার সেই কাণ্ডে অভিনেতা তথা ফিটনেস ইনফ্লুয়েন্সার সাহিল খানকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের ছত্তিশগড় থেকে মুম্বাই পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) তাকে গ্রেপ্তার করে।

বুধবার বম্বে হাইকোর্ট সাহিলের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়।

তারপর থেকেই ‘পলাতক’ ছিলেন অভিনেতা।

হাইকোর্ট জানায়, একটি অনলাইন বেটিং অ্যাপ্লিকেশনের সাথে সরাসরি যুক্ত ছিলেন সাহিল। এই মামলায় আগেই মুম্বাই পুলিশের জিজ্ঞসাবাদের মুখে পড়েছেন সাহিল।  

মহাদেব বেটিং অ্যাপের জন্য প্রতারণা এবং জুয়ার বিভিন্ন ধারায় ৩১ জনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে মুম্বাই পুলিশ।

সেই তালিকায় রয়েছে সাহিল খানের নাম। সাহিল খানের বিরুদ্ধে মহাদেব অ্যাপের প্রচার থেকে বিপুল মুনাফা করার অভিযোগ রয়েছে। অভিনেতার বিরুদ্ধে বেটিং অ্যাপের মাধ্যমে ১৫ হাজার কোটির বেশি আয়ের  অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: বউ হিসেবে এবার চিকিৎসক পছন্দ শাকিবের!

পুলিশের মতে, ফিটনেস প্রশিক্ষক এবং অভিনেতা সাহিল খান তারকাদের আমন্ত্রণ জানাত এবং অ্যাপটির প্রচারের জন্য পার্টি আয়োজনের ব্যবস্থা করত। এবং সেই তারকাদের ছবিও ব্যবহার করত। বর্তমানে অ্যাপ অপারেটর হিসেবে সাহিল খানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর বাইরে খিলাড়ি নামে একটি বেটিং অ্যাপ চালানোর জন্যও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুবাইয়ে এই বেটিং অ্যাপের পার্টিতেও দেখা গিয়েছিল তাকে।

news24bd.tv/TR