আয়মান ও মুনজেরিনের ওমরাহ পালন

ওমরাহ পালন করছেন আয়মান ও মুনজেরিন।

আয়মান ও মুনজেরিনের ওমরাহ পালন

অনলাইন ডেস্ক

টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ব্যক্তিজীবনে গত বছর জুটি বেঁধেছেন একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদের সঙ্গে।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে আয়মান সাদিক তার ফেসবুকে পেজে স্ত্রী মুনজেরিনকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের একটি ছবি পোস্ট করেছেন। ওই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’।

আরও পড়ুন: টিকটক নিষিদ্ধ করতে মার্কিন হাউজে বিল পাস

ছবিতে তাদের দুজনকে শুভকামনা জানিয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবার ও আত্মীয় স্বজনের উপস্থিতিতে আকদ সম্পন্ন করেন এই জুটি। এরপর ২৩ সেপ্টেম্বর সেনাকুঞ্জের হলরুমে অনুষ্ঠিত হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনার।

news24bd.tv/ab