'যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বিএনপি'

ফাইল ছবি

'যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বিএনপি'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সব দিক বিবেচনা করে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। বঞ্চিতদের প্রতিক্রিয়া স্বাভাবিক, কোন বিরোধ নেই, মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।  
রিজভী বলেন, ন্যায়িবচার হলে খালেদা জিয়া প্রার্থীতা ফিরে পাবেন আসা বিএনপির।

 

তিনি আরও বলেন, দেশবাসি জানেন সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলকে সমান সুযোগ বা সমান্তুরাল মাঠ তৈরি করার সাংবিধানিক বাধ্য-বাধকতাকে উপেক্ষা করে সরকারের সহয়তাকারী আজ্ঞাবহ নির্বাচন কমিশন বিরোধীদলকে নির্বাচন থেকে দূরে সরিয়ে দেওয়ার হীন চক্রান্ত অব্যাহত রয়েছে।  

রিজভী আরও বলেন, সিইসি সরকারের নীলনকশা বাস্তবায়নের অন্যতম একজন ব্যক্তি।

তিনি বলেন, বিরোধীদের মাঠ থেকে সরাতে দমননীতি চালাচ্ছে সরকার। অপতৎপরতা বন্ধে ইসিকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

 


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর