‘ফখরুলের ধন্যবাদ গণতন্ত্রের জন্য ইতিবাচক’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

‘ফখরুলের ধন্যবাদ গণতন্ত্রের জন্য ইতিবাচক’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিএনপি মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেওয়া গণতন্ত্রের জন্য ইতিবাচক বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, আশাকরি তারা (বিএনপি) নিন্দাতে পুনরায় ফিরে না গিয়ে এই ইতিবাচক মানসিকতা বজায় রাখবে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) এর বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাচাই বাছাইয়ে অবৈধ হওয়া প্রার্থীরা আপিলের পর মনোনয়ন ফিরে পাওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।

একই আসনে (নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সম্পর্কে তিনি বলেন, তিনি জনসমর্থন হারিয়ে মিথ্যা ও গুজবের আশ্রয় নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করছেন।     

মন্ত্রী আরও বলেন, মানুষ এখন এসব মিথ্যা ও গুজবে বিশ্বাস করে না। মানুষ উন্নয়নে বিশ্বাস করে ও আস্থা রাখে। মওদুদ আহমদের উন্নয়ন মানে নিজের পকেটের উন্নয়ন।

জনগণ ভোটর মাধ্যমে এটা আগেই প্রত্যাখান করেছে। ৩০ ডিসেম্বরও করবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর