৩২ আসনে ছাড় দিয়ে ২৬৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আওয়ামী লীগ

ফাইল ছবি

৩২ আসনে ছাড় দিয়ে ২৬৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ ২৬৮ সংসদীয় আসনে নিজেদের প্রার্থী দিচ্ছে। বাকি আসনগুলোতে জাতীয় পার্টির জন্য ২৬টি আসন এবং ১৪ দলের জন্য ছয়টি আসনে ছাড় দিয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর)  জোটের প্রতীক বরাদ্দ নিয়ে অবহিত করতে নির্বাচন কমিশনে যান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। পরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

জোট শরিক ও জাতীয় পার্টিকে ছাড় দিয়ে আওয়ামী লীগ ২৬৮ আসনে নির্বাচন করবে।

বিপ্লব বড়ুয়া বলেন, আওয়ামী লীগের মিত্রদের সঙ্গে জোটভুক্ত হয়ে নির্বাচন করছি আমরা। আওয়ামী লীগ ২৯৮টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। যাচাই-বাছাই শেষে পাঁচটি আসনের মনোনয়ন বাতিল হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টিকে ২৬টি এবং শরিকদের ৬টি আসন ছেড়ে দিয়েছি। বাকিগুলোতে আমাদের প্রার্থীরা নির্বাচন করবেন।

উল্লেখ্য, দলের প্রার্থী ঘোষণার সময় আওয়ামী লীগ কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে কাউকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।  দ্বাদশ সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে কয়েক দফা বৈঠক করেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি।

যেসব আসনে প্রার্থিতা প্রত্যাহার করলো আওয়ামী লীগ-

১৪ দলের শরিকদের জন্য যে ছয়টি আসন-

news24bd.tv/ডিডি