নির্বাচনি আসন চায় ১৪ দলের শরিক তরিকত ফেডারেশন

সংগৃহীত ছবি

নির্বাচনি আসন চায় ১৪ দলের শরিক তরিকত ফেডারেশন

নিজস্ব প্রতিবেদক

১৪ দলীয় জোটের অংশ হিসেবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবে বাংলাদেশ তরিকত ফেডারেশন। জোট নেত্রী অবশ্যই আসন দিয়ে তরিকতকে মূল্যায়ন করবে বলে আশা করেন দলটির চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  

নজিবুল বশর বলেন, আসন বণ্টন নিয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত চূড়ান্ত।

জোটকে ৭টি আসন দেওয়া হয়েছে, তরিকতের কারো নাম নেই। এ নিয়ে তিনি বলেন, এটা চূড়ান্ত ঘোষণা না। তবে তিনি নিশ্চিত তাকে মনোনয়ন দেওয়া হবে।  

তিনি বলেন, তিন মাস আগে নিবন্ধন পাওয়া একটি দল থেকে আওয়ামী লীগ এমপি করলে রাজনীতির বিবেক বলে কিছু থাকবে না।

জোট নেত্রী আমাকে মূল্যায়ন করবেন বলে আশা করি।

news24bd.tv/আইএএম