‘বিদেশি পর্যবেক্ষকরা মনে করেন, এই সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব’ 

ফাইল ছবি

‘বিদেশি পর্যবেক্ষকরা মনে করেন, এই সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব’ 

শাহনাজ ইয়াসমিন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, এই সরকারের অধীনেই একটি সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব- এই কথার সাথে একমত হয়েছে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকরা। আজ সোমবার দুপুরে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষক টেরি এল ইসলে এবং আয়াল্যান্ডের পর্যবেক্ষক নিক পলের সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী তত্বাবধায়ক সরকার ফিরে আসা আর সম্ভব না, এটা তাদেরকে জানানো হয়েছে। সরকার চায় একটি অংশগ্রহণমূলক নির্বাচন, সেখানে বিএনপি না আসলেও তাদের দলের অনেকেই নির্বাচনে অংশ নিবে।

এ সময় যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক বলেন টেরি এল ইসলে বলেন, আমরা চাই নির্বাচনের সময় স্বাধীনভাবে কমিশন কাজ করবে একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবেু। সে সময় সরকার তাদেরকে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা করবে।  

আয়ারল্যান্ডের পর্যবেক্ষক নিক পল বলেন, আগামী নির্বাচন যাতে অবাধ,  সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয় সেটা আমরা চাই। নির্বাচনের আগে পর্যবেক্ষক হিসেবে আমরা বাংলাদেশে থাকবো।