সড়ক নিরাপদ নিশ্চিতকরণে আলোচনা সভা 

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক

সড়ক নিরাপদ নিশ্চিতকরণে আলোচনা সভা 

মোঃ রফিকুল আলম • চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

“চালালে গাড়ি সাবধানে, বাঁচবে সবাই প্রাণে”- এই প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে নাগরিক ও চালকের দায়িত্ব এবং সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট উত্তম চর্চার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

আজ (১০ সেপ্টেম্বর,সোমবার) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসরুবা ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক।

জেলা প্রশাসনের বিআরটিএ ও জেলা পুলিশ এই সভার আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন বিআরটিএ’র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার এটিএম মঈনুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর আতাউল্লা কোরাইশী কমল, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মনোয়ারা খাতুন, শাহ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ শরিফুল ইসলাম, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক হাসিনুর রহমান, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা আহমেদ, নিরাপদ সড়ক চাই-এর জেলা সাধারণ সম্পাদক রফিক হাসান বাবলু, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান, জেলা মটর শ্রমিক-মালিক গ্রুপের সহ-সভাপতি এফ কে এম লুৎফর রহমান প্রমুখ।



রফিকুল▐ অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর