ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন শুরু

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন শুরু

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন শুরু হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ এ সমাবর্তনের উদ্বোধন ঘোষণা করেন। এর আগে সমাবর্তনের শোভাযাত্রা করেন আচার্য।

পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের পর স্বাগত সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী নোবেল বিজয়ী অধ্যাপক ড. জ্যঁ তিরলকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুরোধ করলে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য তার অনুমোদন করেন।

পরে রাষ্ট্রপতির কাছ থেকে ডক্টর অব লজ ডিগ্রি গ্রহণ করেন অধ্যাপক ড. জ্যঁ তিরল। ডিগ্রির সনদে অধ্যাপক তিরলের কাছ থেকে স্বাক্ষর নেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ।
news24bd.tv/ইস্রাফিল