বদনজর থেকে শিশুদের নিরাপদ রাখবে যে দোয়া

প্রতীকী ছবি

বদনজর থেকে শিশুদের নিরাপদ রাখবে যে দোয়া

অনলাইন ডেস্ক

শিশুদের বদনজর থেকে রক্ষায় আল্লাহর রাসুল দোয়া শিক্ষা দিয়েছেন। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের দুই প্রাণপ্রিয় নাতি হজরত হাসান-হুসাইনের জন্য নিরাপত্তার দোয়া করেছেন। এছাড়াও বদনজর থেকে বাঁচাতে নবীজি (সা.) ছোটদের কোলে নিয়ে দোয়া পড়ে ফুঁ দিতেন।

বদনজর থেকে শিশুদের রক্ষায় হাদিসের গ্রন্থগুলোতে বর্ণিত এমন একটি দোয়া নিম্নে দেওয়া হলো- 

দোয়া: أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لامَّةٍ

উচ্চারণ: উইজুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন।

বাংলা অর্থ: আমি তোমাদের উভয়কে আল্লাহর কালামের আশ্রয়ে রাখতে চাই সব ধরণের শয়তান হতে, কষ্টদায়ক বস্তু হতে এবং সব ধরণের বদ নজর হতে। (বুখারি, হাদিস : ৩৩৭১)

news24bd.tv/রিমু