খালেদা জিয়া সুচিকিৎসা পাচ্ছেন: আইনমন্ত্রী

খালেদা জিয়া সঠিক চিকিৎসা পাচ্ছে বলেই এখন পর্যন্ত সুস্থ আছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার (২৪ জুন) তিনি এই কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার যে চিকিৎসা প্রয়োজন তা দেশে সংশ্লিষ্ট হাসপাতালে পাচ্ছেন। যে অসুখগুলো তার আছে তার অনেকগুলো সারার মতো না। ওষুধ দিয়ে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। গতকাল পেসমেকার বসানোর পর খালেদা জিয়া এখন অনেকটা সুস্থ আছেন।

আইনমন্ত্রী আরও বলেন, যখন প্রয়োজন হয়েছে তখন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক নিয়ে আসতে সরকার কার্পণ্য করেনি। তার চিকিৎসার ব্যাপারে সরকারের আন্তরিকতার অভাব থাকলে বিদেশ থেকে চিকিৎসক নিয়ে আসা হতো না।

রিজভীর বক্তব্যের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, তারা চিকিৎসা নিয়ে যে অভিযোগ করছেন, তাতে তাদের মানসিক ভারসাম্য ঠিক আছে কিনা এ নিয়ে প্রশ্ন আছে। আশা করি বিএনপি নেতারা ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকবেন।

news24bd.tv/ab