টেলর সুইফটের কনসার্টে প্রিন্স উইলিয়াম, টম ক্রুজরা

বিশ্বব্যাপী জনপ্রিয় মার্কিন পপ তারকা টেলর সুইফট ইরাস ট্যুরে এবারই প্রথম যুক্তরাজ্যে গেছেন।  শুক্রবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। কনসার্টে হাজির হয়েছিলেন প্রিন্স উইলিয়াম।  উইলিয়ামের সঙ্গে কন্যা প্রিন্সেস শার্লট ও পুত্র প্রিন্স জর্জও ছিল।

সুইফটের গানের তালে নেচেছেন প্রিন্স উইলিয়াম। তার নাচের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।   

কনসার্টের মঞ্চের পেছনে সুইফটের সঙ্গে দেখাও করেছেন তারা।

এদিকে শুক্রবার প্রথম শোয়ের পর শনিবার দ্বিতীয় শোতে গেয়েছেন ৩৪ বছর বয়সী এই পপ তারকা। শনিবারের কনসার্টেও উপচে পড়া ভিড় ছিল। হলিউড তারকা টম ক্রুজ, ‘বার্বি’ নির্মাতা গ্রেটা গারউইগ, অভিনেতা অ্যাস্টন কুচার, অভিনেত্রী মিলা কুনিসসহ অনেক তারকাকে দেখা গেছে।

রোববার লন্ডনে তৃতীয় ও শেষ কনসার্টে গাইবেন ‘ফোর্টনাইট’ তারকা সুইফট।

news24bd.tv/TR