আইএমএফের সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ: গভর্নর

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১০টি শর্তের মধ্যে ৯টিই বাংলাদেশ পূরণ করায় ঋণের বাকি অর্থ ছাড়ে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। সোমবার (১৫ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে আইএমএফের বসন্তকালীন বৈঠকের প্রথম দিন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

গভর্নর আব্দুর রহমান তালুকদার জানান, তৃতীয় কিস্তির ঋণের জন্য দেয়া নয়টি শর্তের সবগুলোই পূরণ করেছে বাংলাদেশ। বাকি থাকা রিজার্ভের উন্নয়নেও কাজ চলছে। তাই তৃতীয় কিস্তির ঋণ ছাড়ে কোনো সমস্যা হবে না।

এদিকে, তৃতীয় কিস্তির ঋণ ছাড়ের প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী সপ্তাহেই বাংলাদেশ সফরে আইএমএফ প্রতিনিধি দল আসবে বলেও জানান আব্দুর রউফ তালুকদার।

এ সময় গভর্নর আরও জানান, প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো সহজ করতে মরিশাসের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

news24bd.tv/ab