বাংলাদেশের সাথে বিশ্বাসের সম্পর্ক পুনর্নির্মাণ করতে চায় যুক্তরাষ্ট্র: ডোনাল্ড লু

ফাইল ছবি

বাংলাদেশের সাথে বিশ্বাসের সম্পর্ক পুনর্নির্মাণ করতে চায় যুক্তরাষ্ট্র: ডোনাল্ড লু

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক পুনর্নির্মাণ করতে চায় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

বুধবার (১৫ মে) পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য মন্ত্রণালয়ে যান লু। এসময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দু'দেশের সৌহার্দপূর্ণ সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে গণমাধ্যমে এসব জানান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি জানান, গত বছর সম্পর্কে অনেক অস্বস্তি তৈরি হয়েছিলো। সেসব কাটিয়ে দু'দেশের সম্পর্ক শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন লু।

মন্ত্রী বলেন, সম্পর্ক গভীর ও বিস্তৃত করার লক্ষ্যে আলোচনা হয়েছে। তৈরি পোশাক আরও বেশি রপ্তানি হবে।

বাংলাদেশি ছাত্ররা আমেরিকায় আরও বেশি যাওয়ার সুযোগ পাবে।

news24bd.tv/FA