বেগমগঞ্জ থানার ওসি প্রত্যাহার

প্রতীকী ছবি

বেগমগঞ্জ থানার ওসি প্রত্যাহার

আকবর হোসেন সোহাগ • নোয়াখালী প্রতিনিধি

• অস্ত্রসহ আসামিকে আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ

• তদন্ত কমিটি গঠিত

অস্ত্রসহ দুই আসামিকে গ্রেপ্তারের পর ছেড়ে দেয়ার অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহবুব মোরশেদকে প্রত্যাহার করা হয়েছে। কাল রাতে তাকে নোয়াখালী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

এ ব্যপারে আজ (৭ জুলাই) নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহীনকে প্রধান করে ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

 

জানা গেছে , বৃহস্পতিবার (৫ জুলাই) জীরতলী থেকে অস্ত্রসহ ২ আসামিকে গ্রেপ্তার করে বেগমগঞ্জ মডেল থানায় নিয়ে আসেন ওসি মাহবুব মোরশেদ। কয়েক ঘণ্টা পর ২ আসামিকে ছেড়ে দেন তিনি।

বিষয়টি নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরীফের নজরে আসলে পুলিশ সুপারের নির্দেশে মাহবুব মোরশেদকে প্রত্যাহার ও তদন্ত কমিটি গঠিত হয়।  

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

সোহাগ/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর