আসছে কুরবানিতে রাজধানীতে বসবে ২১ পশুর হাট

পুরোনো ছবি

আসছে কুরবানিতে রাজধানীতে বসবে ২১ পশুর হাট

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহা উদযাপনের প্রধান উদ্দেশ্য পশু কোরবানি। সারা বছর পশুর হাটের কেনা-বেচা যেমনই থাকুক না কেন, কুরবানির ঈদের সময় সর্বোচ্চ পরিমাণ পশু বিক্রি হয়।

রাজধানীতে কুরবানির পশুর চাহিদা মেটাতে গাবতলীর স্থায়ী পশুর হাট ছাড়াও প্রতি বছর বসে আরও বেশ কিছু অস্থায়ী হাট। মানুষের চাহিদার দিকে লক্ষ্য রেখে এ সময় বিপুল সংখ্যক কুরবানির পশু আনা হয় হাটগুলোতে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় ২০টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসবে। এছাড়া গাবতলীর স্থায়ী পশুর হাটেও উঠবে কোরবানির পশু।  

সব মিলিয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে বসতে যাচ্ছে ২১টি পশুর হাট। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৩টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় ৭টি অস্থায়ী হাট বসবে।

ঢাকার দুই সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, অস্থায়ী হাটগুলোর মধ্যে ডিএসসিসির দরপত্র আহ্বান করা ১৩টি কুরবানির পশুর হাটের মধ্যে রয়েছে-খিলগাঁও মেরাদিয়া বাজার, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারসংলগ্ন মৈত্রী সংঘ মাঠ, আরমানিটোলা খেলার মাঠ ও আশপাশের খালি জায়গা, কমলাপুর স্টেডিয়ামের আশপাশের খালি জায়গা, ঝিগাতলা হাজারীবাগ মাঠ, রহমতগঞ্জ খেলার মাঠ, ধুপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ, পোস্তাগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা, দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গা, শ্যামপুর বালুর মাঠ, সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন ধোলাইখাল ট্রাক টার্মিনাল ও সংলগ্ন খালি জায়গা, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাঁধ সংলগ্ন জায়গা এবং ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ।

এছাড়া ডিএনসিসির এলাকার অস্থায়ী ৭টি পশুর হাটগুলোর মধ্যে রয়েছে, বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের (আফতাব নগর) পূর্ব পাশের খালি জায়গা, খিলক্ষেত ৩০০ ফুট সড়ক ও দক্ষিণ পাশের বসুন্ধরা প্রাচীরের মধ্যবর্তী খালি জায়গা, ভাটারা (সাইদ নগর), উত্তরা ১৫নং সেক্টরের প্রথম গোলচত্বর সংলগ্ন খালি জায়গা, মিরপুর সেকশন-৬ (ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা), মিরপুর ডিওএইচএস সংলগ্ন উত্তর পাশের সেতু প্রোপার্টি হাউজিংয়ের ফাঁকা জায়গা, মোহাম্মদপুর বুদ্ধিজীবী সড়ক সংলগ্ন (বছিলা) পুলিশ লাইনের খালি জায়গা।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর