গুড়া দুধের উপর শুল্ক কমানোর প্রতিবাদে মানববন্ধন

গুড়া দুধের উপর শুল্ক কমানোর প্রতিবাদে মানববন্ধন

গুড়া দুধের উপর শুল্ক কমানোর প্রতিবাদে মানববন্ধন

যশোর প্রতিনিধি

২০১৮-১৯ অর্থ বছরের বাজেটে ভর্তূকি প্রাপ্ত দেশগুলো থেকে আমদানিকৃত গুড়ো দুধের উপর শুল্ক কমানোর প্রতিবাদে যশোরে মানববন্ধন হয়েছে। রোববার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে গো-পালন সমিতি ও বাংলাদেশ ডেয়রী ফার্মারস এসোসিয়েশন এর আয়োজন করে। এসময় বিভিন্ন ফার্মের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন দেশে প্রতি বছর প্রায় দেড় কোটি টন তরল দুধের চাহিদা রয়েছে।

এই চাহিদার বিপরীতে ২০১৬-১৭ অর্থ বছরে উৎপাদন হয় ৯২.৮৩ লাখ টন দুধ। তবে এখনও ঘাটতি থাকছে ৫৭.১৭ লাখ টন। দেশে দুধ উৎপাদনে নিবন্ধিত খামার রয়েছে প্রায় ১ লাখ। এসব খামারের প্রতিটিতে ৫ থেকে ২০ জন পর্যন্ত মানুষের কর্মসংস্থান হচ্ছে।
এছাড়া বিভিন্ন অঞ্চলে পরিবার ভিত্তিক ছোট নিবন্ধিত খামারও রয়েছে। এসব খামারে কর্মসংস্থান হচ্ছে প্রায় ২০ লাখ মানুষের।

 

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর