শামসুর রাহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

শামসুর রাহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

Other

বাংলা ভাষার অন্যতম আধুনিক কবি শামসুর রাহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ।

২০০৬ সালের ১৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই কবি। তার লেখা স্বাধীনতা তুমি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আসাদের শার্ট বাঙালি জাতির স্বাধীনতার আকাঙ্খা, স্বপ্ন  ও বাস্তবতাকে ধারণ করেছিল।

কবি শামসুর রাহমান।

১৯২৭ সালের ২৩ অক্টোবর ঢাকা শহরের মাহুতটুলিতে জন্ম এই কবির। বাবা মোখলেসুর রাহমান ও মা আমেনা বেগমের ১৩ সন্তানের মধ্যে তিনি ছিলেন ৪র্থ।
  
১৯৪৯ সালে প্রকাশিত হয় তার প্রথম কবিতা। এরপর একে একে লিখে গেছেন আসাদের শার্ট, স্বাধীনতা তুমি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, বর্নমালা-আমার দুখিনী বর্ণমালা।

কবি শামসুর রাহমান তার সময়কালকে তুলে ধরেছিলেন আধুনিকতার আবেগে ছন্দে, এজন্যই তার কবিতায় ফুটে উঠেছে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা আর স্বৈরাচার বিরোধি চেতনা।

আরও পড়ুন


তালেবান: সকলকে নিয়ে ইসলামি সরকার গঠন করা হবে

মমেকের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু

১৭ আগস্ট: সিরিজ বোমা হামলার ১৬ বছর আজ

দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত সদস্য গ্রেপ্তার

 ৭১-এ কবি অস্ত্র ধরেন নি ঠিকই, তবে তার কলমের সূতীক্ষ্ণ ফলায় হুংকার দিয়েছেন স্বাধীনতার। তাইতো তার প্রতিটি কবিতায় ভেসে উঠেছে জাতির স্বপ্ন ও কণ্ঠস্বর। আর ধীরে ধীরে কবি হয়ে উঠেছেন, জাতীয় ইতিহাসের অনন্য ভাষ্যকার।  

সব মিলিয়ে শামসুর রাহমানের রচনা শতাধিক। পেয়েছেন একুশে পদক, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পুরষ্কার সহ অসংখ্য সম্মাননা।

২০০৬ সালের ১৭ আগষ্ট, ৭৭ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান মানবতাবাদী এই কবি।

news24bd.tv রিমু