আবারও স্বরূপে ফিরেছে রাতের ঢাকা

Other

আবারও স্বরূপে রাতের ঢাকা। করোনার প্রকোপের মধ্যেই আগের মতো বেড়েছে ব্যবসায়িক ব্যস্ততা আর মানুষের ঘোরাঘুরি। মানুষ বলছে, লকডাউনে দীর্ঘদিন বাসায় অবস্হান করে হাঁপিয়ে উঠেছে মন। আর ব্যবসায়ীরা বলছেন, সব খুলে গেলেও ক্রেতা সমাগম আগের মতো নয়।

চিরচেনা যানজট, ধোয়া উঠা তেহেরী বিক্রির তোড়জোড় কিংবা বাহারী পদের পান বিক্রির ব্যস্ততা। রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দীন সড়ক যেন ঠিক আগের রূপে, চেনা পরিবেশে। শত শত মানুষের কলরবে করোনা ভাইরাস যেন এখানে  ইতিকথা। বিধিনিষেধ উঠে যাওয়ার পর খাবার দোকান কেন্দ্রীক মানুষের যাতায়াত বাড়ছে ধীরে ধীরে।

কেউ স্বপরিবারে, কেউ বা বন্ধুরা এসেছেন স্বদলবলে। আগতরা জানান, লকডাউনে ক্লান্ত হওয়া মন কিছুটা সতেজ করতেই রাতের এই ছুটেচলা।

মানুষের এমন কলরব বাড়লেও এখনো খুশি নন দোকানীরা। তারা বলছেন,  রাতের বেচা-বিক্রি এখনো জমে উঠেনি। গেল কিছুদিন ঢাকার সড়কে সুনসান নিরবতা থাকলেও এখন আবারও আগের মতো। কেউ কাজের তাগিদে কেউবা আছেন উদ্দেশ্যহীন যাত্রায়।

বিধি-নিষিধের সময়কালে রাজধানীর কারওয়ান বাজারে মানুষের উপস্থিতিতে কিছুটা ভাটা পড়লেও এখন ভিন্নচিত্র। সাড়ি সাড়ি পন্যবাহী ট্রাক থেকে মালামাল নামাতে ব্যস্ত শ্রমিকরা। নেই স্বাস্থ্য বিধি মানার বালাই।

আরও পড়ুন


রাজশাহী মেডিকেলে করোনায় মৃত্যু আরও ১৩

নওগাঁয় নেসকোর কন্ট্রোল রুমে ভয়াবহ অগ্নিকাণ্ড

অবশেষে মেসিকে স্বাগত জানালেন এমবাপ্পে

পরীমণির পক্ষে দাঁড়িয়েছেন দেশের ১৭ বিশিষ্ট নাগরিক


NEWS24.TV / কামরুল