নিজ ভাষাকে উপেক্ষা করে অন্য ভাষা নয়: সেলিনা হোসেন

নিজ ভাষাকে উপেক্ষা করে অন্য ভাষা নয়: সেলিনা হোসেন

Other

মাতৃভাষার মর্যাদা যে দেয় না সে শ্রদ্ধার যোগ্য নয় বলে মনে করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। তার মতে অন্যভাষা জানতে হবে; তবে নিজ ভাষাকে উপেক্ষা করে নয়। সবাই একাত্ম হয়ে সর্বস্তরে বাংলার ব্যবহার নিশ্চিত করা দরকার বলেও মনে করেন তিনি।  

এছাড়াও তিনি বলেন নবীন লেখকদের সাহিত্যের মান বাড়ানোর ক্ষেত্রে প্রবীণ লেখকদেরও দায়িত্ব রয়েছে।

মায়ের ভাষার মান রাখতে বায়ান্নর ভাষা আন্দোলনে জীবন দিয়েছিলেন রফিক, শফিক, সালাম, জব্বরেরা।  

ঊনষাট বছরে সেই মায়ের ভাষার বদলে ইংরেজি হয়ে উঠেছে প্রযুক্তি আর অর্থনীতির ভাষা। রাষ্ট্রভাষা বাংলাও ভুলভাবে উচ্চরিত হয় অনেক গুরুত্বপূর্ণ জায়গায়। ”সর্বস্তরে বাংলার ব্যবহার” যা ছিল ভাষা আন্দোলনের অন্যতম দাবি তা আজও অধরাই রয়ে গেছে।

 


মেসির গোলে বার্সার জয়

আ.লীগ প্রার্থীকে হারিয়ে নৈশ্যপ্রহরী এখন মেয়র!

সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

ওই ছাত্রীকে প্রথমে ‌‘রেস্তোরাঁর ওয়াশরুমে পরে বাসায় নিয়ে ধর্ষণ’


এবিষয়ে কথাসাহিত্যিক সেলিনা হোসেন সরকার ও নাগরিক উভয়কেই সচেতন হওয়ার আহবান জানান। সেলিনা হোসেন আরও বলেন, অনেক তরুণ ভালো লেখেন। তরুণ লেখকদের বই প্রকাশ করতে অনেক প্রকাশক টাকা চান। ফলে বাংলা ভাষার সাহিত্যচর্চায় তরুণরা পিছিয়ে পরেন।

কথাসাহিত্যিক সেলিনা হোসেন আরও বলেন, সরকারের সদিচ্ছা ও সঠিক ব্যবস্থাপনা থাকলে বাংলাদেশও বাংলা ভাষাকে নিয়ে যেতে পারে আন্তর্জাতিক পর্যায়ের অনন্য উচ্চতায়।

news24bd.tv আয়শা