তিনে তিন পাকিস্তান

তিনে তিন পাকিস্তান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় পাকিস্তান। মঙ্গলবার করাচিতে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচেও উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল পাকিস্তান। শেষ ম্যাচ ৮ উইকেটে জয় পায় পাকরা।

প্রথমে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।

দুই রানের মাথায় ওয়ালটন আউট হলে চাপে পড়ে সফরকারীরা। এরপর ফ্লেচার-স্যামুয়েলস জুটি খানিকটা চেষ্টা করে। তবুও তেমন কিছু হয়নি এ রানে। ফ্লেচারের ৪৩ বলে ৫২ রান সফরকারী দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ।
মার্লন স্যামুয়েলস ২৫ বলে ৩১ রান করেন। ১৮ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন রামদিন। মূলত এই তিনজনের ব্যাটে দেড় শ পার করে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের পক্ষে নওয়াজ, শিনওয়ারি, আশরাফ একটি করে উইকেট নেন। এ ছাড়া উইন্ডিজের ২ ব্যাটসম্যান শাহবাদের শিকার হন।

১৫৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি পাকিস্তানকে। ১৬ ওভার ৫ বল খেলেই ১৫৩ টপকে যায় স্বাগতিকেরা। ফখর জামান ৪০ এবং বাবর আজম ৫১ ও হুসেইন তালাত ৩১ রান করেন।

স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ
১৫৩/৬ (২০)
পাকিস্তান
১৫৪/২ (১৬.৫)

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর