আমি আইসোলেশনে, তবুও বাস পোড়ানোর প্রধান আসামি: ইশরাক

আমি আইসোলেশনে, তবুও বাস পোড়ানোর প্রধান আসামি: ইশরাক

অনলাইন ডেস্ক

আইসোলেশনে থেকেও রাজধানীতে বাস পোড়ানোর প্রধান আসামি হয়েছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইশরাক হোসেন।

মামলাকে ভিত্তিহীন উল্লেখ করে গণমাধ্যমকে তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে আমি অসুস্থ থাকায় বাসায় আইসোলেশনে আছি। বাসা থেকে একেবারেই বের হচ্ছি না। আইসোলেশনে থেকেও মামলার প্রধান আসামি হয়েছি আমি।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর নামে স্থাপিত ভাস্কর্যকে মূর্তি আখ্যা দিয়ে অপসারণের দাবি

বৃহস্পতিবার রাজধানীতে বাস পোড়ানোর মামলার আসামি হয়েছেন ইশরাক হোসেন। মতিঝিল থানা পুলিশের পক্ষ থেকে এসআই মো. হুমায়ন কবির বাদী হয়ে এ মামলা করেন। ইশরাকের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগ আনা হয়েছে।

২৭ উপজেলা-পৌরসভা-ইউপিতে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

পুলিশ জানায়, এ মামলায় প্রধান আসামি করা হয়েছে ইশরাক হোসেনকে।

মামলায় তিনি ছাড়াও আসামি করা হয়েছে ৪১ জনকে। বৃহস্পতিবার মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন থানায় পুলিশের পক্ষ থেকে মোট ১৩টি মামলা করা হয়।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর