আমেরিকার নির্বাচন থেকে শিক্ষা নিন: ফখরুল

আমেরিকার নির্বাচন থেকে শিক্ষা নিন: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

আমেরিকার নির্বাচন থেকে আওয়ামী লীগ ও নির্বাচন কমিশনকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে, তিনি এসব কথা বলেন। চলমান দুটি আসনের উপ-নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


আরও পড়ুন: গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপের প্রধান অন্তরায় বিএনপি: কাদের


সেখানে মির্জা ফখরুল বলেছেন, আজকে আমেরিকার নির্বাচনের যে অথরিটি তারা সমস্ত চাপের মুখেও অবিচল থেকেছে।

অবিচল থেকে তারা জনগণের রায়কে সমুন্নত রেখেছে।

গণতান্ত্রিক প্রতিষ্ঠান যদি না থাকে তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। বিএনপি মহাসচিব বলেন, আমাদের নির্বাচন কমিশনকে শক্তিশালী হতে হবে।

বিচার বিভাগকে সম্পূর্ণ শক্তিশালী হতে হবে।

প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ এবং জনগণের কল্যাণের জন্য কাজ করতে হবে।

news24bd.tv তুষার

 

সম্পর্কিত খবর