দুই পেরেরায় শ্রীলঙ্কা ১৫৯/৭

দুই পেরেরায় শ্রীলঙ্কা ১৫৯/৭

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চোট সারিয়ে দলে ফিরেই চমক দেখালেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে নিজের দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নিলেন এ অলরাউন্ডার। তাঁকে উড়িয়ে মারার চেস্টা করেছিলেন গুনাতিলকা। কিন্তু লং অনে সাব্বির রহমানের দারুণ ক্যাচে পরিণত এ লঙ্কান ওপেনার।

পরের ওভারেই কুশল মেন্ডিসকে ফেরান মোস্তাফিজুর রহমান। তাঁকে পুল করতে গিয়ে মিড উইকেটে সৌম্য সরকারকে ক্যাচ দেন মেন্ডিস (১১)। তার পরেই ৫ বলে ৫ করে রান আউট হয়ে ফেরেন উপুল থারাঙ্গা। এর একটু পরই মুস্তাফিজের বলে মুশফিককে ক্যাচ দিয়ে ফেরেন শানাকা।
তিনি করেন ১ বলে ০ রান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৭ উইকেটে ১৫৯ রান।  

নিদাহাস ট্রফির ফাইনালে উঠার লড়াই গুরত্বপূর্ণ ম্যাচ এটি। আজ এ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।

এই ম্যাচে বাংলাদেশ দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। মাহমুদউল্লাহ রিয়াদের বদলে তিনিই আজ টস করেছেন।

গুরুত্বপূর্ণ ম্যাচটিতে এই একটিই পরিবর্তন। চোট কাটিয়ে সাকিব আল হাসান একাদশে ফিরেছেন। বাদ পড়েছেন বাঁহাতি পেসার আবু হায়দার রনি।

শ্রীলঙ্কা নেমেছে একাদশে দুই পরিবর্তন নিয়ে। দলে ঢুকেছেন ইসুরু আদানা আর আমিলা আপোনসো। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন দুষ্মন্ত চামিরা আর সুরাঙ্গা লাকমল।

আজকের ম্যাচে যে দল জিতবে, সেই দল নিদাহাস ট্রফির ফাইনাল খেলবে ভারতের বিপক্ষে। আর হেরে যাওয়া দল বিদায় নেবে।

শ্রীলঙ্কা একাদশ
উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দাসুন শানাকা, কুশল পেরেরা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়া, নুয়ান প্রদিপ, আমিলা আপোন্সো।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর