এবারো জমা পরেনি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

এবারো জমা পরেনি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৪ অক্টোবর  সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেতে হবে। ঢাকা মহানগর হাকিম মিল্লাত হোসেন এই তারিখ নির্ধারণ করেছেন।  

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য সময় আগেই নির্ধারণ করা ছিলো। কিন্তু নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি র‌্যাবের তদন্ত কর্মকর্তা।

এজন্য মহানগর হাকিম মিল্লাত হোসেন নতুন সময় দিলেন। এই নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ৭৪ বার পরিবির্তিত হলো।   

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ফারুকের অবস্থা আশঙ্কাজনক, দেশবাসীর দোয়া চাইলেন স্ত্রী

নিউজ টোয়েন্টিফোর/নাজিম